শাড়ি পরার যত নিয়ম

শাড়ি পরার যত নিয়ম

অনলাইন ডেস্ক

শাড়ি পরা এক ধরণের শিল্প যেখানে একটু ভুল হওয়া মানেই আপনার গোটা লুক বরবাদ হয়ে যেতে পারে। তাই জেনে নিন শাড়ি পরার সময় কোন ভুল গুলো একেবারেই করা মানা।

১. সবার প্রথমে খেয়াল রাখতে হবে শাড়ি পড়ার সময় আপনি কি ধরনের জোতে পড়ছেন৷ আপনারো জুতোর হিল কতটা তার সঙ্গেই সম্পর্ক আপনার শাড়ির লুকের৷ তাই শাড়ি পড়ার সময় যে জুটো পড়ে বেরোবেন সেটা পড়ে নিন৷ এতে শারীর উচ্চতা আপনার উচ্চতার সঙ্গে মিশ খাবে ও আপানাকে অনেক বেশি সুন্দরী দেখাবে৷

২. শাড়ি পরার সময় যদি আপনি একাধিক পিন ব্যবহার করেন তাহলে এটা আপনার মস্ত ভুল৷ শাড়িতে পিন লাগানোর সময় যাতে এটি বাইরে থেকে দেখা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে৷ চেষেটা করুন যাতে পিন শাড়ির আড়ালে ঢেকে যায়৷ খুব পাতলা ফেব্রিকের শাড়িতে একাধিক পিন ব্যবহার করবেন না এতে শাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷

৩. শাড়ির সঙ্গে যদি মনে করে থাকেন ইচ্ছামত জুয়েলারি পরবেন তাহলে এটা কিন্তু একেবারেই আপনার ভুল ধারনা৷ শাড়ি পড়ার সময় খেয়াল রাখুন যে কোন সাড়ির সঙ্গে কোন ধরনের অলঙ্কার মানাবে৷ হালকা শাড়ির সঙ্গে হেভি জুয়েলারি পড়ুন আর হেভি শাড়ির সঙ্গে জুয়েলারি ছাড়া বা সামান্য জুয়েলারি দিয়েও পড়তে পারেন৷

আরও পড়ুন:


বিএনপি-জামায়াত-হেফাজত করোনার মতো বারবার রূপ পরিবর্তন করছে: বাহাউদ্দিন নাছিম

টিকা নেয়ার পরেও করোনা পজিটিভ ফারুকী

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা


৪.আপনি যদি শাড়ির বিষয়ে পটু হয়ে থাকেন তবে নিশ্চয়ই আপনি অনুষ্ঠা অনুযায়ী বিভিন্ন ভাবে শাড়ির পড়ে থাকে? তবে শাড়ির সঙ্গে আপনি যত এক্সপেরিমেন্ট করবে আপনার ভুলের পরিমাণ তত বাড়বে৷ আপনি যে ধরণের শাড়ি সবচেয়ে ভাল পড়তে পারেন সেভাবেই শাড়ি পড়ুন৷ এমনকি অন্য কোন ব্যক্তির মতামত নিন৷

৫. আজকাল শাড়ির সঙ্গে তাল মিলিয়ে ব্লাউজেও অনেক ধরণের এক্সপেরিমেন্ট দেখা যায়৷ তাই কোন শাড়ির সঙ্গে কোন ধরণের ব্লাউজ মানাবে সেদিকেও খেয়াল রাখবেন৷ ভারী শাড়ির সঙ্গে হালকা ব্লাউজ ও হালকা শাড়ির সঙ্গে জমকাল ব্লাউজ সেক্ষেত্রে পারফেক্ট ম্যাচ হতে পারে৷

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক