শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত

শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত

Other

মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছে আরো ৪ জন। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের সেন্টারিং এর মালামাল ছিল বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর মেডিকেলে আরো একজনকে আশংকাজনক অবস্থায় পাঠানোর পরে মারা গেছে।

নিহতরা হলেন শিবচরের  আড়িয়াল খাঁ টোলের কর্মরত শ্রমিক নির্মল, সোহান, পুলক। দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ (২৮), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আরিফ (২৪) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী (২৬)।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা থেকে ছাদ ঢালাইয়ের সেন্টারিং এর মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি।

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে এলে মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রেলিং ভেঙে সংযোগ সড়কের উপর আছড়ে পড়ে। এসময় ব্রিজ টোলের এক কর্মচারী সহ ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায়  বিভিন্ন হাসপাতালে আরও ৪জন মারা গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী  মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে টোলপ্লাজার কাছে এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের উপর পড়ে। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর উপরে ৮/১০ জন সাধারণ যাত্রী বসেছিল। ঘটনাস্থলেই ২ জন মারা যায়। ফরিদপুর মেডিকেলে আরো একজন আশংকাজনক অবস্থায় মারা গেছে। '

'শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী বলেন,'দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে আরও ৪জন মারা গেছে।

আরও পড়ুন:


বিএনপি-জামায়াত-হেফাজত করোনার মতো বারবার রূপ পরিবর্তন করছে: বাহাউদ্দিন নাছিম

টিকা নেয়ার পরেও করোনা পজিটিভ ফারুকী

স্বামীর পর্নকাণ্ড: মানহানির মামলা নিয়ে শিল্পাকে আদালতের ভর্ৎসনা


তিনি আরও জানান, 'ট্রাকটি মালামাল নেয়ার সাথে ঢাকাগামী যাত্রীদেরও নিয়ে যাচ্ছিল। টোলের কাছে এসে সম্ভবত ব্রেক কষলে কাত হয়ে উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

news24bd.tv/আলী