পোশাক কারখানা খুলে দেওয়ায় সংক্রমণ আরও বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

পোশাক কারখানা খুলে দেওয়ায় সংক্রমণ আরও বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

চলমান কঠোর লকডাউন এর মধ্যে গার্মেন্টস খুলে দেয়ায় সংক্রমণ আবার বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে প্রথমবর্ষের এমবিবিএস ক্লাসের (২০২০-২১) উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আজ থেকে গার্মেন্টস খুলে দেয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ এসে কর্মস্থলে যোগ দিয়েছেন। এতে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন।

তবে জীবনের জন্য জীবিকার প্রয়োজনেই সরকারকে সবকিছুই ভাবতে হয়।


আরও পড়ুন

বাড়ানো হয়েছে লঞ্চ চলাচলের সময়

এবার পর্নোগ্রাফি শুটিংয়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

সাকিবের সামনে রেকর্ড গড়ার হাতছানি, যেখানে তিনিই হবেন প্রথম

চিত্রনায়িকা একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুই মামলা


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন দেশের উত্তরাঞ্চলে সংক্রমণ কমেছে। মধ্যাঞ্চলে স্থিতিশীল অবস্থায় আছে। আবার পূর্বাঞ্চলে তথা কুমিল্লায় বাড়ছে।

কিন্তু হাসপাতালে শয্যা বাড়ানোর কোনো সুযোগ নেই।

news24bd.tv/এমিজান্নাত