দূরপাল্লার বাসের জন্য ছাড় দিবে পুলিশ: এনায়েত উল্যাহ

দূরপাল্লার বাসের জন্য ছাড় দিবে পুলিশ: এনায়েত উল্যাহ

অনলাইন ডেস্ক

পোশাক কারখানা খুলে দেওয়ায় রাজধানীতে শ্রমিকরা ফিরছে। এদিকে তাদের ফিরতে যেন কোনো বিড়ম্বনায় পড়তে না হয় সেদিকে লক্ষ্য রেখে বিধিনিষেধে কিছুটা ছাড় দেয়া হয়। সেই জন্য আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার।

যদিও সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা খুব একটা দেখা যায়নি।

অন্যদিকে আজ দূরপাল্লার বাস চলাচল করলেও রাজধানীতে দুপুরের পর থেকে কোনো গণপরিবহন চলাচল করতে পারবে না বলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

আজ রোববার দুপুরে তিনি বলেন, আজ দুপুর পর্যন্ত পরিবহনের চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তবে দূরপাল্লার বাস ঢাকায় আসতে সময় লাগছে বলে হাইওয়ে পুলিশ দূরপাল্লার বাসের জন্য কিছুটা ছাড় দেবে জানিয়েছে। তবে দুপুরের পর রাজধানীতে বাস চলাচল করবে না।

এখন পর্যন্ত এমন নির্দেশনাই রয়েছে বলে জানান তিনি।


আরও পড়ুন

পোশাক কারখানা খুলে দেওয়ায় সংক্রমণ আরও বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

বাড়ানো হয়েছে লঞ্চ চলাচলের সময়

এবার পর্নোগ্রাফি শুটিংয়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

সাকিবের সামনে রেকর্ড গড়ার হাতছানি, যেখানে তিনিই হবেন প্রথম


news24bd.tv/এমিজান্নাত