মানিকগঞ্জে একদিনে শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪

মানিকগঞ্জে একদিনে শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা জেলায় এক দিনে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৮০ জন মারা গেলেন।

আজ দুপুরে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য জানিয়েছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৩১ আগস্ট) সকাল আটটা থেকে আজ রোববার (১ আগস্ট) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ৭টি উপজেলায় ৪৮১ জনের নমুনা পরীক্ষায় ২৪৫ জনের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন:


সঙ্কটে মানুষের পাশে দাঁড়ালে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে: কাদের

৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

বিশ্বাস করতে হবে আমরা টি-টোয়েন্টিতেও ভালো দল: ডমিঙ্গো


এটি এক দিনে জেলায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫০ দশমিক ৯৩।

 

news24bd.tv নাজিম