করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়াতে রিট

করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যা বাড়াতে রিট

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রত্যেক সরকারি-বেসরকারি হাসপাতালে আক্রান্ত রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।

রিটে বিবাদী করা হয়েছে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের।
 
আদালতে রিটের পক্ষে শুনানিতে থাকবেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরীন ও শাহীনুজ্জামান।

আইনজীবী শাহীনুজ্জামান জানান আবেদনে সরকারি-বেসরকারি সব হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বাড়ানো এবং যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেননি তাদের বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করতে হবে।


আরও পড়ুন

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার বিয়ের কেক!

দূরপাল্লার বাসের জন্য ছাড় দিবে পুলিশ: এনায়েত উল্যাহ

পোশাক কারখানা খুলে দেওয়ায় সংক্রমণ আরও বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

বাড়ানো হয়েছে লঞ্চ চলাচলের সময়


news24bd.tv/এমিজান্নাত