গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক

দেশে করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যা একদিনে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ। এর মধ্যে শুধু ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ২১৮ জন।

আজ রোববার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২১৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬২ জনে।

এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮২৮ জন। অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৪ জন।

আরও পড়ুন:


ইতিহাসের নিষ্ঠুরতম রাজনৈতিক হত্যাকাণ্ড ১৫ আগস্ট: কাদের

৬ কোটিতে অ্যাপার্টমেন্ট কিনলেন দিশা

বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২ বছরে রোহিঙ্গা ২২০০ গ্রেপ্তার: আইজিপি

বিশ্বাস করতে হবে আমরা টি-টোয়েন্টিতেও ভালো দল: ডমিঙ্গো


news24bd.tv / কামরুল