মাদারীপুরের সাদ্দামের ড্রাগন সাফল্য

Other

মাদারীপুরে ড্রাগন ফলের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সজিব হোসেন সাদ্দাম নামে এক ব্যক্তি। তার বাগানে এই ফলের আশানুরুপ উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় প্রতিবছরই এই জেলায় বাড়ছে এই ফলের আবাদ।

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের সজিব হোসেন সাদ্দাম।

চলতি বছরের জানুয়ারী মাসে নিজের ৫ একর জমিতে ৫ হাজার ড্রাগন ফলের চারা লাগান তিনি। গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে।

সাদ্দাম জানান, উৎপাদন খরচ ৩৫ লাখ টাকা হলেও বাজার দর ভাল থাকায় লাভের মুখ দেখছেন তিনি।  

তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি তার বাগানে কাজ করে কর্মসংস্থানও হয়েছে অনেকের।

ড্রাগন চাষে আগ্রহীদের সব ধরণের সহায়তা করা হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা।   

আরও পড়ুন:


সঙ্কটে মানুষের পাশে দাঁড়ালে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে: কাদের

৪১তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

বিশ্বাস করতে হবে আমরা টি-টোয়েন্টিতেও ভালো দল: ডমিঙ্গো


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন জানান, একটি ড্রাগন গাছ থেকে কমপক্ষে ৩০ বছর পর্যন্ত ফল পাওয়া যায়।

news24bd.tv নাজিম