ঢাকামুখী জনস্রোতে বাড়ল স্বাস্থ্য ঝুঁকি

Other

প্রশাসনের সমন্বয়হীন সিদ্ধান্ত আর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে আজও রাজধানী পৌঁছেছে শিল্প শ্রমিকরা। এরপর দু দফায় লঞ্চ ও পরিবহণ চালুর সিদ্ধান্ত বদলের ঘোষণায়ও অনিশ্চয়তা কাটেনি রাজধানীমূখী মানুষের।

রোববার সকাল থেকেই দেশের বিভিন্ন মহাসড়কে যানজটে আরো ভোগান্তিতে পড়ে মানুষ। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি পৌঁছায় আরো চরমে।

লকডাউনে শিল্প কারখানা চালুর প্রথমদিনেও মাওয়া দৌলতদিয়া ফেরীঘাটে ছিলো রাজধানীমুখী মানুষের ঢল। যাতায়াতের সরকারী ঘোষণা থাকলেও শনিবার ঘাট থেকে ছাড়েনি লঞ্চ। পরে দু দফায় সিদ্ধান্ত বদলে লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয় সোমবার সকাল পর্যন্ত। অনিশ্চয়তা নিয়ে যারা সড়ক পথে রাজধানী ফিরছিলেন তারা আটকে পড়েন মহাসড়কে যানজটের ভোগান্তিতে।

আর যারা রাজধানীতে প্রবেশ করেছেন তারাও রোববার সকালে পায়ে হেটেই গন্তব্যে রওয়ানা হয়েছেন।

সড়কে গাড়ী চলাচলের সীমিত সময় বেঁধে দেয়ায় জেলা টার্মিনালগুলোতেও সংকটে পড়েছেন যাত্রীরা।

পথে পথে ভোগান্তি আর স্বাস্থ্যঝুঁকি যে যেভাবে পারছেন ছুটছেন রাজধানীতে। এদিকে সীমিত সময়ের জন্য রাজধানীতে চলাচল করেছে গণপরিবহণ।

এরআগে লকডাউনে যাতায়াতের ব্যবস্থা না করে শিল্পকারখানা চালুর ঘোষণায় স্বাস্থ্য ঝুঁকি আর চরম ভোগান্তি নিয়ে শুক্র ও শনিবার ফেরীতে ঘাটে ঢল নামে রাজধানীমুখী মানুষের।