টিকার অধিকার নিয়ে নয়-ছয় বরদাস্ত নয়: বদিউল আলম

টিকার অধিকার নিয়ে নয়-ছয় বরদাস্ত নয়: বদিউল আলম

অনলাইন ডেস্ক

নিজ জন্মস্থান পটিয়ায় টিকা বাণিজ্যের হোতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, পটিয়াবাসীর টিকার অধিকার নিয়ে নয়-ছয় বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাধারণ মানুষের টিকার অধিকার নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

টিকা দানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার ফসল যাতে কোনো লুটেরা দুর্নীতিবাজের কারণে প্রশ্নবিদ্ধ না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানান তিনি।

পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর ‘পোষ্যদের’ বিরুদ্ধে টিকা প্রদানে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে যখন তোলপাড়- চলছে আলোচনা, তখনই এমন হুঁশিয়ারি দিলেন যুবনেতা বদিউল আলম।

অভিযোগের সঠিক তদন্ত করে অপরাধী যতই শক্তিশালী হোক না কেনো তার শাস্তির দাবি জানান এই যুবলীগ নেতা।

শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে কুসুমপুরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণকালে এ সব কথা বলেন যুবলীগের এই কেন্দ্রীয় নেতা।

তিনি বলেন, আমি মানবসেবার ব্রত নিয়ে রাজনীতি করি। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ‘মানুষের কর্মের মধ্যে উত্তম কর্ম হলো মানুষের সেবা করা।

সম্পর্কিত খবর