৫ আগস্টের পর দোকানপাট খুলতে চান ব্যবসায়ীরা

৫ আগস্টের পর দোকানপাট খুলতে চান ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

চলমান বিধি-নিষেধ আগামী ৫ আগস্ট শেষ হচ্ছে। এর মধ্যেই আরো ১০ দিন চলমান বিধি-নিষেধ বা কঠোর লকডাউন বৃদ্ধির সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে জীবন-জীবিকা বাঁচাতে আগামী শুক্রবার (৬ আগস্ট) থেকে সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রবিবার (০১ আগস্ট) রাজধানীর নিউমার্কেটে দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতারা দাবি করেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ১৭ মাসের মধ্যে ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। এ সময়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির ৫৩ লাখ ৭২ হাজার ৭১৬টি দোকানের ক্ষতির পরিমাণ দুই লাখ ৭০ হাজার কোটি টাকা। এ ছাড়া বাংলাদেশ বস্ত্র ব্যবসায়ী সমিতির দেড় লাখ দোকানের ক্ষতি ২০ হাজার ৫০০ কোটি টাকা, বাংলাদেশ টাইলস ব্যবসায়ী সমিতির ১২ হাজার দোকানের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা। বাকি ক্ষতি হয়েছে অন্য ছয়টি সমিতির।

সম্পর্কিত খবর