জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ওমান উপকূলে তেলের ট্যাংকারে প্রাণঘাতী হামলার জন্য ইরানকেই দায়ী করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির বিশ্বাস ওই হামলার নেপথ্যে রয়েছে ইরান। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি করে এর পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

গেল বৃহস্পতিবার ওমান উপকূলে হামলার শিকার হয় ইসরায়েলি প্রতিষ্ঠান পরিচালিত ট্যাংকার।

হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়ান নাগরিকের মৃত্যু হয়। হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত।

আরও পড়ুন:


তাহাজ্জুদ নামাজের ফজিলত

দোয়া ইউনুস পড়ার সঠিক নিয়ম

ঘরে ফিরতেই মাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল মেয়ে

উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের পরিচালিত জাহাজে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। মার্চ থেকে শুরু হওয়া এসব ঘটনাকে পাল্টাপাল্টি হিসেবে দেখা হয়ে থাকে।

এদিকে, বিশ্লেষকরা বলছেন, এই অস্পষ্ট ছায়া যুদ্ধ আর পাল্টাপাল্টি অস্বীকার ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।  

news24bd.tv রিমু