ঢাকামুখি যাত্রীদের চাপ নেই, অলস সময় কাটাচ্ছে ফেরি

ঢাকামুখি যাত্রীদের চাপ নেই, অলস সময় কাটাচ্ছে ফেরি

Other

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খোলার সংবাদে ঢাকামুখি হয় হাজার হাজার যাত্রী। এতে দৌলতদিয়া ফেরি ঘাটে শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত যাত্রীদের চাপ দেখা যায়। সোমবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ কমে আসে। এ সময় ফেরি গুলো অলস পড়ে থাকতে দেখা যায়।

 

আজ সোমবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে এবং সরেজমিন দেখা যায় এমন চিত্র।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, লকডাউন চলমান থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার করার জন্য সীমিত পরিসরে ফেরি চলাচল স্বাভাবিক ছিল।

তবে, ঢাকামুখী যাত্রীদের চাপ বৃদ্ধি পাওয়ায় শনিবার থেকে এই নৌরুটে ফেরি বৃদ্ধি করা হয় ফেরি। কিন্তু সোমবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের যেমন চাপ দেখা যায়নি।

যে কারণে পণ্যবাহী ট্রাক পারাপার করার জন্য ৬টি ফেরি চালানো হচ্ছে।  

আরও পড়ুন:


পিয়াসা ও মৌ উচ্চবিত্তদের বাসায় ডেকে ব্ল্যাকমেইল করত : হারুন

বিশ্বে একদিনে করেনায় মৃত্যু ও শনাক্ত কমছে

৯৯৯ এ ফোন কলেবারান্দার কার্নিশ আটকে পড়া কিশোরী উদ্ধার

পোশাকের নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে এসআই স্ট্যান্ড রিলিজ


news24bd.tv / কামরুল