খুলনায় পাঁচ হাসপাতালে 
মৃত্যু সংখ্যা তলানিতে

খুলনায় পাঁচ হাসপাতালে মৃত্যু সংখ্যা তলানিতে

Other

খুলনা জেলায় করোনার মৃত্যুর সংখ্যা তৃতীয় দিনের মতো দৈনিক তালিকার তলানিতে রয়েছে। গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৯টা) খুলনার পাঁচটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন রোগীর মধ্যে ৭ জন মারা গেছেন। এর মধ্যে চারজনের বাড়ি খুলনায়।  একজনের বাড়ি নড়াইল ও একজনের বাড়ি বাগেরহাট জেলায়।

এতে স্বস্তি রয়েছে স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে।

এর আগে ১ আগষ্ট খুলনার হাসপাতালে পাঁচজন ও ৩১ জুলাই চার জন করোনায় মারা যায়। যাদের মধ্যে সাতজন খুলনা নগরী ও জেলার বাসিন্দা। জানা যায়, ৩০ জুলাই খুলনার হাসপাতালে আট জন, ২৯ জুলাই করোনায় ১৫ জন ও ২৮ জুলাই করোনায় ৯ জন মারা যায়।

গত ৩১ জুলাই থেকে মৃত্যু সংখ্যা কমতে শুরু করেছে।  

খুলনা শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হচ্ছেন- নগরীর পূর্ববানিয়াখামার এলাকার তাহেরা বেগম (৬২) ও বাগেরহাট মোল্লাহাটে চরকুলিয়ার সালমা আক্তার (৬০)।  

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে ২৪ ঘন্টায় সদর থানা এলাকার জোবেদা (৭৭) নামে একজনের মৃত্যু হয়েছে।  

এছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে খুলনার সোনাডাঙ্গা করিমনগরে নজরুল ইসলাম (৫৮), নড়াইল লোহাগড়ার মশিউল আজম (৭১) ও জেনারেল হাসপাতালে খুলনার রূপসার হাওয়া বেগম (৬৫) করোনায় মারা গেছেন।  

এদিকে বর্তমানে খুলনার ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৩৩১ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন।

গতকাল খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪২২ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগর ও জেলার ৩৫২ জনের মধ্যে ৭৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাট ৯ ও যশোরে ১ জন করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন:


চট্টগ্রামে করেনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

পিয়াসা ও মৌ উচ্চবিত্তদের বাসায় ডেকে ব্ল্যাকমেইল করত : হারুন

৯৯৯ এ ফোন কলেবারান্দার কার্নিশ আটকে পড়া কিশোরী উদ্ধার

পোশাকের নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে এসআই স্ট্যান্ড রিলিজ


news24bd.tv / কামরুল