বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় রেকর্ড ২৩ জনের মৃত্যু

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় রেকর্ড ২৩ জনের মৃত্যু

Other

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে।  

আজ সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩১১ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা কমলেও এক দিনের ব্যবধানে আবার বেড়েছে।  

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৭৫ জন রোগী।

একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আজ সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সর্বাধিক ২৩ জন রোগীর।  

এর মধ্যে ৫ জনের করোনা ছিলো পজেটিভ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর ২৪ ঘন্টায় ২৩ জন রোগীর মৃত্যু ঘটনা এই প্রথম।

এর আগে জুলাই মাসে একদিনে দ্বিতীয় সর্বাধিক ১৯ জন রোগীর মৃত্যু হয় করোনা ওয়ার্ডে।  

বিগত ২৪ ঘন্টায় ২৩ জন সহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ১১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩২৩ জনের করোনা ছিলো পজেটিভ।  

আজ সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩১১ জন রোগী। যার মধ্যে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কিছুটা কমলেও  একদিনের ব্যবধানে আবার বেড়েছে। গতকাল রোববার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা পজেটিভ হয়েছে। করোনা শনাক্তের হার ৫৫.৮৫ ভাগ।  

এর আগে গত শনিবার রাতের রিপোর্টে ৩১.৪১ ভাগ করোনা শনাক্ত হয় এবং গত শুক্রবার শনাক্ত হয় ৫৬.৭০ ভাগ। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।  

আরও পড়ুন:


চট্টগ্রামে করেনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

পিয়াসা ও মৌ উচ্চবিত্তদের বাসায় ডেকে ব্ল্যাকমেইল করত : হারুন

৯৯৯ এ ফোন কলেবারান্দার কার্নিশ আটকে পড়া কিশোরী উদ্ধার

পোশাকের নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে এসআই স্ট্যান্ড রিলিজ


news24bd.tv / কামরুল