টোকিও অলিম্পিকে দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

মার্সেল জ্যাকবস

টোকিও অলিম্পিকে দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

অনলাইন ডেস্ক

টোকিও অলিম্পিকে দ্রুততম মানব হয়েছেন ইতালিয়ান অ্যাথলিট মার্সেল জ্যাকবস। অলিম্পিকে এই প্রথম সোনা জয়ের স্বাদ পেলেন ২৬ বছর বয়সী এই ইতালিয়ান।

আসরের সবচেয়ে আকর্ষনীয় এই ইভেন্টে ৯ দশমিক আট শূণ্য সেকেন্ড সময়ে নিয়ে বিশ্বের দ্রুততম মানবের মুকুট অর্জন করেন জ্যাকবস।

১০০ মিটার স্প্রিন্টে ১ যুগেরও বেশি সময় ধরে উসাইন বোল্টের ঝলকে মুগ্ধ ছিলো পুরো বিশ্ব।

তার রেকর্ড স্পর্শ করতে না পারলেও জ্যাকবসের হাত ধরে নতুন দ্রুততম মানব পেল টোকিও অলিম্পিক।

আরও পড়ুন:


ঢাকায় অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ শুরু আজ

দোয়া ইউনুস পড়ার সঠিক নিয়ম

জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

এদিকে, তার চেয়ে দশমিক ৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্র। আর ব্রোঞ্জ গেছে কানাডার ঘরে।   

প্রসঙ্গত, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জেকবস ক্যারিয়ার শুরু করেছিলেন লং জাম্প দিয়ে।

২০১৮ সালে পা রাখেন স্প্রিন্টে। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকসের গ্রেট ব্রিটেনের লিনফোর্ড ক্রিস্টির পর দ্বিতীয় ইউরোপিয়ান হিসেবে ১০০ মিটারে সেরা হলেন জেকবস। আর ইতালিয়ান হিসেবে প্রথম।   

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক