আবারও হামাস প্রধান ইসমাইল হানিয়াহ

আবারও হামাস প্রধান ইসমাইল হানিয়াহ

অনলাইন ডেস্ক

আগামী চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হলেন ইসমাইল হানিয়াহ। ফিলিস্তিনি ইসলামিক গ্রুপের এক কর্মকর্তা গতকাল রবিবার এ খবর নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

গাজায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন ইসমাইল হানিয়াহ।

২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন ৫৮ বছর বয়সী এই নেতা।

ওই বছর ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে হারিয়ে জয়ী হয় হামাস। তখন থেকে হামাস গাজা শাসন করে আসছে দলটি।

২০০৬ সালের জানুয়ারি মাসে হওয়া ওই নির্বাচনের পর হানিয়াহ ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হন।

কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তার নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি না দিয়ে হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। যার পেছনে ছিলো মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুন

বাড়ানো হয়েছে লঞ্চ চলাচলের সময়

এবার পর্নোগ্রাফি শুটিংয়ের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

সাকিবের সামনে রেকর্ড গড়ার হাতছানি, যেখানে তিনিই হবেন প্রথম

চিত্রনায়িকা একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুই মামলা


উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়াহ। এই সময়ের মধ্যে ইসরায়েলের সঙ্গে বেশ কয়েকবার সহিংসতায় জড়িয়েছে গোষ্ঠিটি।

সর্বশেষ গত মে মাসে টানা ১১ দিনের সহিংসতায় নারী-শিশুসহ গাজায় অন্তত ২৫০ ও ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছেন।

news24bd.tv/ নকিব