অবশেষে বাংলাদেশের বিপক্ষে অধিনায়কের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া

অবশেষে বাংলাদেশের বিপক্ষে অধিনায়কের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

অনেক জল্পনা কল্পনার পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলের অধিনায়কের দায়িত্ব পেলেন ম্যাথু ওয়েড।

ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে ৩৩ বছর বয়সী ওয়েডের। এর আগে ভিক্টোরিয়া, তাসমানিয়া ও হোবার্ট হ্যারিকেনের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।


 
উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ার জার্সিতে ৪৩টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়েড। ব্যাট হাতে করেছেন ৬১৩ রান।  
 
আগামীকাল মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আরও পড়ুন:


ঢাকায় অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজ শুরু আজ

দোয়া ইউনুস পড়ার সঠিক নিয়ম

জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

এদিকে, ৫ ম্যাচের সিরিজের জন্য গতকাল রোববার ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন- সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শেখ মেহেদী।

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক