কর্ণফুলীর তীর থেকে ডলফিনের মৃত বাচ্চা উদ্ধার

কর্ণফুলীর তীর থেকে ডলফিনের মৃত বাচ্চা উদ্ধার

অনলাইন ডেস্ক

কর্ণফুলী নদীর তীর থেকে একটি গাঙ্গেয় ডলফিনের বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাচ্চাটির বয়স আনুমানিক এক বছর, দৈর্ঘ্য ৩ ফুট ৫ ইঞ্চি। এ নিয়ে ১৯ দিনে কর্ণফুলী নদীতে দু’টি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে।

রোববার (১ আগস্ট) দুপুরে নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় ডাঙ্গায় পড়ে থাকা মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

পরে কয়েকজন মিলে সেটিকে এলাকায় নিয়ে আসেন। খবর পেয়ে বন বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কর্মকর্তারা সেখানে যান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিসার্চ কেন্দ্রের সমন্ধয়ক মনজুরুল কিবরিয়া জানান, ডলফিনের বাচ্চাটির দেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকে ডলফিনটি মারা গেছে।

পরে জেলেরাই সেটি ডাঙ্গায় ফেলে গেছেন।

গাঙ্গেয় প্রজাতির আনুমানিক ১৫ থেকে ২০ কেজি ওজনের ডলফিনটি সংরক্ষণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ১৫ জুলাই বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী এলাকায় আরো একটি পূর্ন বয়স্ক ডলফিনের মৃত দেহ মিলেছিল। যেটি আঘাত পেয়ে মারা গিয়েছিল বলে জানায় প্রানীবিদরা।

আরও পড়ুন:


চট্টগ্রামে করেনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

পিয়াসা ও মৌ উচ্চবিত্তদের বাসায় ডেকে ব্ল্যাকমেইল করত : হারুন

৯৯৯ এ ফোন কলেবারান্দার কার্নিশ আটকে পড়া কিশোরী উদ্ধার

পোশাকের নেমপ্লেট খুলে চাঁদাবাজির অভিযোগে এসআই স্ট্যান্ড রিলিজ


news24bd.tv / কামরুল