লকডাউনে বগুড়ায় বেড়েছে মানুষের ভীড়

লকডাউনে বগুড়ায় বেড়েছে মানুষের ভীড়

Other

লকডাউনের ১১তম দিনে বগুড়ায় মানুষের ভীড় বেড়েছে তার সাথে বেড়েছে যান চলাচল। শহরে ব্যাটারী চালিত অটোরিক্সা, ইজিবাইক চলাচল করছে, সড়ক মহাসড়কেও পন্যবাহী যানবাহনসহ ব্যক্তিগত পরিবহন চলাচল বেড়েছে।

নানা অজুহাতে শহরে আসছে মানুষ, ওষুধ কেনা, বাজারে যাওয়া সহ বিভিন্ন কারণ দেখিয়ে শহরে আসছে মানুষ। শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের চেকপোষ্ট বসেছে।

 এছাড়া র‌্যাব, সেনাবাহিনী, বিজিবির টহল অব্যহত রয়েছে।

সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সহ গণপরিবহন দোকানপাট, শপিংমল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শহরে মানুষের ভীড় অন্যান্য দিনের চেয়ে বেশি। শহরে রীতিমত যানজট লেগেছে। ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে যানজট নিরসনে।

এদিকে মহাসড়কে কিছু বাস চলাচল করতে দেখা গেছে। তবে মোটর মালিক নেতৃবৃন্দ জানান, ঢাকা থেকে যেসব গাড়ী ফিরছে সেগুলো মহাসড়কে চলাচল করছে। নতুন করে কোন যানবাহন চলাচল করেনি।  
এদিকে লকডাউন কার্যকরে বগুড়া জেলায় জেলা প্রশাসনের  ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত রয়েছে। গত ১০ দিনে ১৪৮৫ মামলায় ১৪ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন

ইরানের নাগরিকদের আফগানিস্তান ত্যাগের নির্দেশ

টোকিও অলিম্পিকে দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

ঢাকামুখি যাত্রীদের চাপ নেই, অলস সময় কাটাচ্ছে ফেরি

আবারও হামাস প্রধান ইসমাইল হানিয়াহ


গোটা জেলার শহরসহ সকল উজেলায় ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত রয়েছে।  
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বগুড়া জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। ৪৭৮ নমুনায় নতুন করে ১২৬ জন আক্রান্ত হয়েছে।
news24bd.tv/ নকিব