বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচগুলো দেখবেন যেভাবে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচগুলো দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মঙ্গলবার (৩ আগস্ট) মাঠে গড়াবে প্রথম ম্যাচ।

স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসনের মতো তারকা আগেই জানিয়ে দেন সফরে আসছেন না তারা।

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ থেকে বাড়ি ফিরেছেন দলের নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তার বদলে দলের দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে।

অন্যদিকে ১৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফিরেছেন মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না তারা।

সময় মতো জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে না পারায়, এই সিরিজে নেই মুশফিকুর রহিম। ব্যক্তিগত কারণে নেই তামিম ইকবাল ও লিটন দাস।

সিরিজের বাকি ম্যাচ গুলো বসবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অজিদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও টি-স্পোর্টস। অস্ট্রেলিয়া বসে ফক্স স্পোর্টসে দেখা যাবে।

অন্যদিকে ভারত থেকে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখা যাবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ।

আরও পড়ুন: 


বগুড়ায় এই প্রথম এত মৃত্যু

তথ্য লুকিয়ে সরকারের কী লাভ?

পিয়াসা-মৌয়ের বিরুদ্ধে গুলশান-মোহাম্মদপুরে মামলার প্রস্তুতি


 

news24bd.tv তৌহিদ