একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

করোনা মহামারীর তাণ্ডবের মধ্যেই দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৮৭ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক 
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৮৭ জন। এর মধ্যে ঢাকাতেই ২৭৯ জন। আর ঢাকার বাইরে রয়েছেন আটজন।

আরও পড়ুন:


করোনায় আক্রান্ত কনডেম সেলের ফাঁসির আসামি

টিকা নিলে কমে মৃত্যু ঝুঁকি: আইইডিসিআর

করোনা: কুষ্টিয়ায় একদিনে ৯ জনের মৃত্যু

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ শুরু


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৪০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৩৮ জন রোগী ভর্তি রয়েছেন।

news24bd.tv নাজিম