চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে আবু সুলতান (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।   

আজ দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।

আবু সুলতান হরিপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, দুপুর আড়াইটার দিকে বাড়ির পার্শ্ববর্তী পাঠানগাড়ি মাঠে নিজের ধানের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন আবু সুলতান।

এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আহত হন তিনি।

আরও পড়ুন:


করোনায় আক্রান্ত কনডেম সেলের ফাঁসির আসামি

টিকা নিলে কমে মৃত্যু ঝুঁকি: আইইডিসিআর

করোনা: কুষ্টিয়ায় একদিনে ৯ জনের মৃত্যু

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ শুরু


স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনা শুনেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

news24bd.tv নাজিম