জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে দুলাল হোসেন (৫৯) ও মোফাজ্জল হোসেন (৫২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরও চার কৃষক আহত হন।

আজ সকালে উপজেলার ভারত সীমান্তবর্তী রতনপুর-সালুয়া মাঠে আমন ক্ষেতে কাজ করছিলেন তারা। এসময় বজ্রপাত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কৃষক দুলাল হোসেন উপজেলার রতনপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে ও মোফাজ্জল হোসেন ওই একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে রতনপুর গ্রামের কয়েকজন কৃষক আমন ধান রোপণের কাজ করতে পার্শ্ববর্তী রতনপুর-সালুয়া মাঠে যান। হঠাৎ বৃষ্টিপাত ও বিদ্যুৎ চমকানো শুরু হলে তারা ধান ক্ষেত থেকে মাঠের মধ্যে থাকা একটি গভীর নলকূপের সেচ ঘরের ভেতরে ৪ জন আর বাইরে বারান্দায় গিয়ে দুইজন দাঁড়ায়।

আরও পড়ুন:


করোনায় আক্রান্ত কনডেম সেলের ফাঁসির আসামি

টিকা নিলে কমে মৃত্যু ঝুঁকি: আইইডিসিআর

করোনা: কুষ্টিয়ায় একদিনে ৯ জনের মৃত্যু

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ শুরু


এমন সময় হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা দুই কৃষকের মৃত্যু হয়। এতে ঘরের ভিতরে থাকা ৪ কৃষক গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যান।

news24bd.tv নাজিম