ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নজির আহম্মদ রতন • ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সৃষ্ট যানজট থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ। চট্টগ্রামের বারইয়ারহাট থেকে কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। অসুস্থ রোগীসহ বিদেশগামী যাত্রীরা ক্লান্তিতে নাকাল হয়ে পড়েছেন।

। পাশাপাশি নষ্ট হচ্ছে শত-শত ট্রাকের কাঁচামাল।

হাইওয়ে পুলিশ জানায়, ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নির্মাণ কাজ চলমান থাকায় যানজট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। একইসঙ্গে ফেনী বাইপাস সড়কের সংস্কার কাজ চলার কারণে মহাসড়কের ফেনীর অংশে যানবাহনের জটলা পেকেছে।

 

news24bd.tv

এছাড়া টানা ক’দিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে বেশ কয়েক কিলোমিটার রাস্তা। ফলে ওই অংশে চার লেনের গাড়িগুলো চলছে এক লেনে। তাই কোনোভাবেই যানজট লাঘব করা সম্ভব হচ্ছেনা।  

তবে মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশের একাধিক টিম সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা।  

আগামী মঙ্গলবার (১৫ মে) রেল ওভারপাসের একাংশ খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে।

রতন/অরিন/নিউজ টোয়েন্টিফোর


 

সম্পর্কিত খবর