চট্টগ্রামে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস

চট্টগ্রামে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস

Other

চট্টগ্রামে করোনা সংক্রমন ও মৃতের সংখ্যা বাড়ার সাথে এবার নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। প্রথম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হল ষাটোর্ধো পটিয়ার এক নারী। সন্তানের আকুতিতেও মিলছেনা এই রোগের ওষুধ। করোনার প্রভাব বেড়ে যাওয়ায় আইসিইউর জন্য বাড়ছে হাহাকার ।

মিলছেনা কোন শয্যাও । ফিল্ড হাসপাতালসহ পর্যাপ্ত আইসোলেশন সেন্টার না থাকার কারনেই মেডিকেলের বারান্দায়ও  ঠাই হচ্ছেনা রোগীর।

চট্টগ্রামে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। তীব্র সংকট আইসিইউ বেডের।

একজনের মৃত্যু হলেই আরেকজন পাচ্ছেন একটি আইসিইউ বেড। হাসপাতালগুলোতে ধারণক্ষমতার কয়েকগুণ করোনা আক্রান্ত রোগী। খালি নেই  বেড, মেঝে এবং বারান্দাও।

চিকিৎসার এই সংকটে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস। চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন ষাটোর্ধো এক নারী। তার প্রয়োজনীয় ওষুধ দেশে না পাওয়ায় হতাশ পরিবার।

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

হাসপাতালে রোগীর চাপ কমাতে আইসোলেশন সেন্টার বাড়ানোর কোন বিকল্প নেই বললেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
চট্টগ্রামে সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে আইসিইউ আছে ১৬২টি । সাধারণ বেড ৩৮৭২ টি। আর হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা আছে ১৭১টি।

news24bd.tv/এমিজান্নাত