৭৩টি ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ৭৩টি ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের উর্দ্ধতন কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার হারুণ অর রশীদ বলেন, এর প্রেক্ষিতে পুলিশ দ্রুত তাদের গ্রেফতার করবে।  

তিনি জানান , এই  ৭৩টি সংগঠনের মধ্যে রয়েছে, আওয়ামী প্রচার লীগ, আওয়ামী তরুণ লীগ, আওয়ামী রিকশা মালিক শ্রমিক ঐক্য লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী নৌকার মাঝি শ্রমিক লীগ। শুধু এগুলিই নয়, এমন আরও অদ্ভুত নাম জুড়ে সংগঠন খোলার তালিকায় রয়েছে ওলামা লীগ, চেতনায় মুজিব, ডিজিটাল ছাত্রলীগ, আমরা নৌকার প্রজন্ম।

এই সব সংগঠনের কাজই হলো বিভিন্ন মানুষকে ভাঙ্গিয়ে নানাভাবে অথ উর্পাজন ও ব্ল্যাকমেইল করা।

আরও পড়ুন

চট্টগ্রামে করোনায় একদিনে মৃত্যু আরও ১০

রামেকে করোনা ওয়ার্ডে ১৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে একদিনে ১৭ জনের মৃত্যু

এবার নতুন রূপে হিরো আলম

নামে বেনামে এই সব সংগঠনের প্রতিষ্ঠাতা ও তাদের সাথে জড়িতদের দ্রুত আটক করা হবে।

আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে অসাধু চক্রের তৈরি করা আরও রয়েছে সজীব ওয়াজেদ জয় লীগ, আওয়ামী অনলাইন লীগ, ডিজিটাল আওয়ামী ওলামা লীগ, আওয়ামী শিশু লীগসহ বিভিন্ন সংগঠন।

news24bd.tv রিমু