পটুয়াখালীতে করোনায় সর্বোচ্চ শনাক্ত ১৭৯, মৃত্যু ২

পটুয়াখালীতে করোনায় সর্বোচ্চ শনাক্ত ১৭৯, মৃত্যু ২

Other

পটুয়াখালীতে দিন দিন বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় একদিনে সর্বোচ্চ ১৭৯ রোগী নতুন করে শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম শিপন।

সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় দুই জন মারা গেছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে ১৭৯ জনের পজিটিভ এসেছে।

তিনি জানান, সদর উপজেলার বদরপুর গ্রামের মমতাজ বেগম (৬০) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও কলাপাড়ার শিউলি (৪০) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আরও পড়ুন

ইরানের নাগরিকদের আফগানিস্তান ত্যাগের নির্দেশ

টোকিও অলিম্পিকে দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

ফ্লোরিডায় অদ্ভুতদর্শন ‘সেসিলিয়ান’-এর খোঁজ

আবারও হামাস প্রধান ইসমাইল হানিয়াহ


পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। বর্তমানে মোট এক হাজার ৯৩৬ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬০ জন এবং বাড়ীতে রয়েছেন এক হাজার ৭৭৬ জন।

এ পর্যন্ত ২৯ হাজার ১১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।

news24bd.tv/ নকিব