আগামী ১৬ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গজুড়ে ‘খেলা হবে’ দিবস পালিত হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিলো ‘খেলা হবে’। যা পরে ব্যাপক জনপ্রিয় স্লোগানে পরিণত হয়েছে।
এবিপি আনন্দের এক খবরে বলা হয়েছে, গত ২১ জুলাই কর্মী-সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মমতা ব্যানার্জি রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন করার কথা বলেছিলেন। সেদিন বার্তা দিয়েছিলেন ‘রাজ্যে রাজ্যে খেলা হবে’।
আরও পড়ুন
ইরানের নাগরিকদের আফগানিস্তান ত্যাগের নির্দেশ
টোকিও অলিম্পিকে দ্রুততম মানব মার্সেল জ্যাকবস
ফ্লোরিডায় অদ্ভুতদর্শন ‘সেসিলিয়ান’-এর খোঁজ
আবারও হামাস প্রধান ইসমাইল হানিয়াহ
গতকাল মমতা বলেন, ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, ইস্টবেঙ্গলের খেলা হবে। এ রকম একটা গান বাঁধা দরকার।
সেইসাথে খেলা হবে দিবস পালনের কারণও দেখালেন মমতা। বললেন, খেলা মানুষের মনে মুক্তির প্লাবন আনে, হাসি ফোটায়। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে।
news24bd.tv/ নকিব