খুলনায় করোনায় মৃত্যু আবারও ঊর্ধ্বগতি

খুলনায় করোনায় মৃত্যু আবারও ঊর্ধ্বগতি

Other

খুলনা জেলায় করোনার মৃত্যুর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত ৩১ জুলাই করোনায় মৃত্যু ৪ জনে নামলেও পুনরায় ঊর্ধগতি দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা) খুলনার পাঁচটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন রোগীর মধ্যে ৮ জন মারা গেছেন।

এর মধ্যে ছয়জনের বাড়ি খুলনায়।

বাকি একজনের বাড়ি ঝিনাইদহ ও অন্যজনের বাড়ি চট্টগ্রামে। এর আগে ২ আগষ্ট খুলনার হাসপাতালে ছয়জন, ১ আগষ্ট পাঁচজন ও ৩১ জুলাই চার জন করোনায় মারা যায়। এছাড়া ৩০ জুলাই খুলনার হাসপাতালে আট জন ও ২৯ জুলাই করোনায় ১৫ জন মারা যায়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নগরীর সোনাডাঙ্গা এলাকার সবুর মোড়ল (৫৫), খালিশপুরের সেলিনা বেগম (৫০) ও চট্টগ্রামের শিতাকুন্ডুর হাবিবুল্লাহ (৭০) মারা গেছেন।

এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। যার মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৬ জন, আইসিইউতে ১৯ জন এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন।

আরও পড়ুন


সুন্দরী ২০-২৫ জন রমণীকে নিয়ে জমজমাট আসর বসাতো পিয়াসা

ভয়াবহ দাবানল থেকে বাঁচাতে সমুদ্র সৈকতে নেয়া হচ্ছে গবাদিপশুদের

‘ইসরাইলি জাহাজে হামলা: পরমাণু সমঝোতায় প্রভাব ফেলবে না’

টি স্পোর্টসে আজকের খেলা


এছাড়া আবু নাসের বিশেষায়িত হাসপাতালে খুলনার সদর হাসপাতাল এলাকার শামসুল হক (৭৬), জেনারেল হাসপাতালে রূপসা রাজাপুর এলাকার শেখ আবুল হোসেন (৫৬), গাজী মেডিকেল হাসপাতালে নগরীর মুন্সিপাড়ার রহিমা খাতুন (৭২) ও ঝিনাইদহ সদরের মহিলা কলেজ রোডের মোসাম্মত রহিমা খাতুন (৬৪) করোনায় মারা গেছেন। এছাড়া পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন করোনায় মারা গেছেন।

এদিকে বর্তমানে খুলনার ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। গতকাল জেলায় ৭৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ১৭ শতাংশ।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক