নাটোরে ধর্ষণ মামলার আসামি ও এক মানবপাচারকারী গ্রেপ্তার

নাটোরে ধর্ষণ মামলার আসামি ও এক মানবপাচারকারী গ্রেপ্তার

Other

নাটোরে এক মানবপাচারকারী ও এক ধর্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরীর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার বাকরোম উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানবপাচারকারী সোহরাব হোসেন ও ধর্ষণকারী ছানোয়ার ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মোহাম্মদ আলী নামে অপর এক আসামি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন (৫৫) সদর উপজেলার বাকরোম উত্তর পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে ও ছানোয়ার ইসলাম একই এলাকার মৃত সেকেন্দার প্রামানিকের ছেলে।

আরও পড়ুন


সেনবাগে বিকাশ প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে শিক্ষার্থীদের টাকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

অভিনব কায়দায় গরুর মাধ্যমে ইয়াবা নিয়ে আসতো মডেল পিয়াসা

খুলনায় করোনায় মৃত্যু আবারও ঊর্ধ্বগতি


র‍্যাব আরো জানায়, সোহরাব হোসেন ও মোহাম্মদ আলী সিংড়ার শেরকোল কাচারীপাড়া গ্রামের ১৫ বছরের এক মেয়েকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে মেয়েটিকে পাচারের উদ্দেশ্যে সদর উপজেলার বাকরোম উত্তরপাড়া এলাকার ছানোয়ার ইসলামের বাড়ীতে আটকে রাখে।

এ সময় ছানোয়ার তাকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে র‍্যাব।

news24bd.tv এসএম