গুজব ঠেকাতে দুই সংবাদ সংস্থার সাথে টুইটারের চুক্তি

গুজব ঠেকাতে দুই সংবাদ সংস্থার সাথে টুইটারের চুক্তি

অনলাইন ডেস্ক

টুইটারে ভুল তথ্য প্রচার ও শেয়ার এবং গুজব ঠেকাতে বিশ্বের বৃহত্তম দুই আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েট প্রেসের সহযোগিতা নিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার।

টুইটারে করা টুইটের স্বচ্ছতা বজায় রাখতে এই দুই নিউজ এজেন্সি টুইটারকে অত্যধিক সূত্র এবং তথ্যের নেপথ্য বিষয় জানিয়ে সাহায্য করবে। এতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছে টুইটার।

এরই মধ্যে নিজেদের প্ল্যাটফর্ম থেকে মিথ্যে বিষয়বস্তু অপসারণও শুরু করেছে টুইটার।

আরও পড়ুন

সুন্দরী ২০-২৫ জন রমণীকে নিয়ে জমজমাট আসর বসাতো পিয়াসা

ভয়াবহ দাবানল থেকে বাঁচাতে সমুদ্র সৈকতে নেয়া হচ্ছে গবাদিপশুদের

ফ্লোরিডায় অদ্ভুতদর্শন ‘সেসিলিয়ান’-এর খোঁজ

১৬ই আগস্ট ভারতে ‘খেলা হবে’ দিবস


news24bd.tv/ নকিব