জানানো হলো দোকানপাট খোলার তারিখ

জানানো হলো দোকানপাট খোলার তারিখ

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শর্ত সাপেক্ষে ১১ আগস্ট থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ আগস্ট) আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই সভায় সভাপতিত্ব করেন।

সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী ১১ তারিখ থেকে যেন দোকানপাট খুলতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে।

একই সাথে কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়ে আগামী ১০ আগষ্ট পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত এসেছে মন্ত্রী পরিষদ থেকে। যতো দ্রুত সম্ভব নিজ উদ্বোগে অথবা অন্য দেশের সাথে যৌথ ভাবে ভ্যাকসিন উৎপাদনে জোর দিয়েছে সরকার।

মন্ত্রী জানান, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী শনিবার থেকে বঙ্গবন্ধু মেডিকেলের অধিনে কোভিড ডেডিকেটেড ৬০০ শয্যার আইসিইউ চালু হতে যাচ্ছে। সোমবার দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠক শেষে এই তথ্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অর্থাৎ পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ তারিখ থেকে তুলে দেয়া হচ্ছে লকডাউন । একই সাথে ১১ তারিখ থেকে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনেশন হয়ে চলাচলে গুরুত্ব দিয়েছেন ।

news24bd.tv/ নকিব