কুষ্টিয়ায় ঠিকাদারকে হাতুড়িপেটা, ৩ জন আটক

কুষ্টিয়ায় ঠিকাদারকে হাতুড়িপেটা, ৩ জন আটক

Other

কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়িপেটার ঘটনায় তিন জনকে আটক করেছে র‍্যাব। প্রথমে মামলা করতে অনাগ্রহ থাকলেও র‍্যাব অভয় দেয়ায় মামলা করতে রাজি হয়েছেন হাতুড়িপেটার শিকার ঠিকাদার শহিদুর রহমান। মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

র‍্যাব কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার মো. ইলিয়াস খান জানান, আটক তিনজন হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাতিয়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে মো. মোকাদ্দেস হোসেন, শহরের চৌড়হাসের মৃত রওশন আলীর ছেলে আমিরুল ইসলাম বেল্টু ও পূর্ব মজমপুরের শওকত ইসলামের ছেলে মো. জহুরুল ইসলাম।

র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে এদের আটক করা হয়। এরা দু’জন রাজনৈতিক নেতাসহ আরো কয়েকজনের নাম বলেছে। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে হাতুড়িপেটার শিকার ঠিকাদার শহিদুর রহমানকে দুপুর আড়াইটায় থানায় অবস্থান করতে দেখা গেছে।

সেখানে মামলা করার প্রস্তুতি চলছে।

সোমবার বেলা ১২টার দিকে শহরের রাইফেল ক্লাবের কাছে প্রকাশ্যে ওই ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে সোশ্যাল মিডিয়ায় হামলার ভিডিও ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।

আরও পড়ুন

সুন্দরী ২০-২৫ জন রমণীকে নিয়ে জমজমাট আসর বসাতো পিয়াসা

ভয়াবহ দাবানল থেকে বাঁচাতে সমুদ্র সৈকতে নেয়া হচ্ছে গবাদিপশুদের

ফ্লোরিডায় অদ্ভুতদর্শন ‘সেসিলিয়ান’-এর খোঁজ

১৬ই আগস্ট ভারতে ‘খেলা হবে’ দিবস


গুরুতর আহত ঠিকাদার শহিদুল হাসপাতালে চিকিৎসা নিয়ে নিরাপত্তাহীনতা বোধ করায় বাসায় ফিরে যান।

শহিদুর রহমান বলেন, আমি প্রথম শ্রেণীর ঠিকাদার। বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। দুই মাস আগে মিরপুরের একটি এলজিইডির ৭ কোটি টাকার একটি টেন্ডারে অংশ গ্রহণ করি। এটাই আমার অপরাধ।

news24bd.tv/ নকিব