জরুরি নম্বরে ফোন করে ধরিয়ে দিলেন ৮ কেজি গাঁজা

জরুরি নম্বরে ফোন করে ধরিয়ে দিলেন ৮ কেজি গাঁজা

অনলাইন ডেস্ক

জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার ও একজনকে আটক করেছে নরসিংদীর মনোহরদী থানা ও রামপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল পৌণে এগারোটায় দিকে এই ঘটনা ঘটে।

নরসিংদীর মনোহরদী থানাধীন চর মান্দালিয়া গ্রাম থেকে একজন ফোন করে জানান সেখানে একটি বাড়িতে এক লোক বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রেখেছে। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি মনোহরদী থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।

সংবাদ পেয়ে মনোহরদী থানা পুলিশ এবং রামপুর তদন্ত কেন্দ্রের যৌথ পুলিশ টীম অবিলম্বে ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন

সুন্দরী ২০-২৫ জন রমণীকে নিয়ে জমজমাট আসর বসাতো পিয়াসা

ভয়াবহ দাবানল থেকে বাঁচাতে সমুদ্র সৈকতে নেয়া হচ্ছে গবাদিপশুদের

ফ্লোরিডায় অদ্ভুতদর্শন ‘সেসিলিয়ান’-এর খোঁজ

১৬ই আগস্ট ভারতে ‘খেলা হবে’ দিবস


পরে রামপুর তদন্ত কেন্দ্রের আই সি (ইনচার্জ) ইন্সপেক্টর জনাব মোঃ শফিকুল ইসলাম ৯৯৯ কে ফোনে জানান তারা কলারের দেয়া তথ্য অনুযায়ী একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করেন এবং গাঁজা রাখার অভিযোগে একজনকে আটক করেন।

আটক কৃত ব্যাক্তি হলেন আসাদ (৪৮), পিতা- আব্দুর রহমান, চার মান্দালিয়া মধ্য পাড়া, মনোহরদী, নরসিংদী। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় আশি হাজার টাকা বলে জানা যায়।

পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।