সিলেটে রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন জলিল

Other

সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। হাসপাতালে দেখা দিয়েছে সাধারণ শয্যা ও আইসিইউ সংকট।  

এমন পরিস্থিতিতে প্রায় দেড় বছর ধরে বিনামূল্যে রোগীদের কাছে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছেন প্রবীণ সমাজসেবক আব্দুল জব্বার জলিল।

এ পর্যন্ত এ সেবা পেয়েছে হাজারো  করোনা রোগী। করোনা মহামারী যতদিন থাকবে ততদিন এই সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি ।   

করোনার থাবায় এখন বিপর্যস্ত গ্রাম-গঞ্জ। শয্যা ও আইসিইউ না পেয়ে  রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছে স্বজনরা।

এ অবস্থায় হাসপাতালে শয্যা  না পেয়ে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন অনেকেই।

আর করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের বাড়িতে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন আব্দুল জব্বার জলিল ট্রাস্টের সদস্যরা। রোগীর চাহিদা অনুযায়ী বিনামূল্যে দেয়া হচ্ছে প্রয়োজনীয় অক্সিজেন।

আব্দুল জব্বার জলিল জানান, তার দুটি হটলাইনে যে কেউ  ফোন করলেই পাঠিয়ে দেয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ও টেকনিশিয়ান।

আরও পড়ুন:


আবারও বাড়ল লকডাউন

জানানো হলো দোকানপাট খোলার তারিখ

টিকা নেওয়া ছাড়া কেউ অফিস-দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবে না


তিনি আরো জানান, সংক্রমণের উর্ধ্বগতি বিবেচনায় এ বছর মালয়েশিয়া থেকে নিজ উদ্যোগে সংগ্রহ করছেন পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর।

চিকিৎসকরা বলছেন, এ সেবা পেয়ে উপকৃত হচ্ছে করোনা রোগীরা। আর হাসপাতালের চাপও কিছুটা কমছে। মহামারীকালে করোনা রোগীদের পাশে দাঁড়াবেন বিত্তশালীরাও এমন প্রত্যাশা তাঁর।

news24bd.tv নাজিম