মানিকগঞ্জে ১১৯ জন শনাক্ত, একজনের মৃত্যু

মানিকগঞ্জে ১১৯ জন শনাক্ত, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬০ দশমিক ৮৫ শতাংশ।

আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, নতুন শনাক্ত ১৯৯ জনের মধ্যে মানিকগঞ্জ সদরের ৯২ জন, সাটুরিয়ার ৩১ জন, ঘিওরের ৩১ জন, শিবালয়ের ২০ জন, দৌলতপুরের ১২ জন, হরিরামপুরের ১০ জন ও সিংগাইর উপজেলার তিন জন রয়েছেন।

আরও পড়ুন:


আবারও বাড়ল লকডাউন

জানানো হলো দোকানপাট খোলার তারিখ

টিকা নেওয়া ছাড়া কেউ অফিস-দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবে না


তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৩২ হাজার ৯৬০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৬০৫ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ২৬৫ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে ৮৪ জন মারা গেছেন বলেও জানিয়েছেন তিনি।

news24bd.tv নাজিম