নদীপথ সাঁতরে ৪২ কি.মি. পাড়ি

নদীপথ সাঁতরে ৪২ কি.মি. পাড়ি

Other

কিশোরগঞ্জের ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদী দিয়ে সাঁতার কেটে নরসিংদীর রায়পুরার মণিপুরা খেয়া ঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় ৪২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন নরসিংদী সদর উপজেলার আলোকবালীর পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব ব্রিজ সংলগ্ন মেঘনা নদী দিয়ে সাঁতার শুরু করে।

পরে প্রায় ৭ ঘণ্টা বিরতিহীন সাঁতার কেটে দুপুর ১২টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরা খেয়া ঘাটে এসে পৌঁছায়।

সাঁতারু বকুল সিদ্দিকী নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের সাবেক স্বাস্থ্য পরিদর্শক সিদ্দিকুর রহমানের ছেলে।

দীর্ঘ এই নদীপথ পাড়ি দিয়ে মণিপুরা ঘাটে এসে পৌঁছপালে উৎসুক গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এসময় সাঁতারু বকুল সিদ্দিকী বলেন, নদীপথে সাঁতার কেটে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে গিনেজ বুকে নতুন করে রেকর্ড করতে চাই। আগামীতে নরসিংদী থেকে নদীপথে ঢাকা যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:


১১ তারিখ থেকে যানবাহন চলবে যে নিয়মে

৭, ৮, ৯ আগস্ট ভ্যাকসিন নেওয়ার সুযোগ দিচ্ছি: মোজাম্মেল হক

১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া ঘোরাফেরা করলে শাস্তি


news24bd.tv তৌহিদ