নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে গণপরিবহন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে গণপরিবহন

অনলাইন ডেস্ক

চলমান লকডাউনে বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে গণপরিবহন।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের একটি অংশে জরুরি পরিবহন ছাড়াও যাত্রী নিয়ে অবাধে চলছে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা। যাত্রীদের অভিযোগ, তাদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এমনকি অধিক ভাড়ায় কাভার্ডভ্যানেও যাত্রী তুলতে দেখা গেছে।


আরও পড়ুন

বাড়ছে রোগীর চাপ : চালু হচ্ছে আরও দুই করোনা ইউনিট

১১ তারিখ থেকে যানবাহন চলবে যে নিয়মে

১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া ঘোরাফেরা করলে শাস্তি


কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেনী ও চাঁদপুরের উদ্দেশ্যে বিভিন্ন পরিবহনে ভাড়ায় যাত্রী নেয়া হচ্ছে। জানা যায়, পদুয়ারবাজার বিশ্বরোড থেকে ঢাকা পর্যন্ত ৬০০-১২০০, চট্টগ্রাম পর্যন্ত ৭০০-১০০০, চাঁদপুর ও ফেনী পর্যন্ত ৩০০-৫০০, চৌদ্দগ্রাম পর্যন্ত ১৫০-২০০ টাকা ভাড়া নেয়া হচ্ছে।

news24bd.tv/এমিজান্নাত