রাজশাহীতে করোনার গণটিকা কার্যক্রম সফলে চলছে প্রস্তুতি

Other

রাজশাহীতে করোনার গণটিকা কার্যক্রম সফল করতে চলছে প্রস্তুতি। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ১২৬টি কেন্দ্র। প্রশিক্ষণ দেয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। চাপ সামলাতে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি সহায়তায় থাকবে আইন-শৃংঙ্খলাবাহিনীর সদস্যরা।

 

আগামী শনিবার থেকে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। টিকাদান কার্যক্রম সফল করতে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত প্রস্তুতি নেয়া হচ্ছে। এবার এতে যুক্ত করা হয়েছে জনপ্রতিনিধিদের। প্রশিক্ষণ দেয়া হয়েছে টিকাদানে যুক্ত স্বাস্থ্যকর্মীদের।

 * জেলার ৭৩ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

* উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০৯টি

* সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড

* ১টি পৌরসভা (গোদাগাড়ী)

* স্থায়ী ১৩টি কেন্দ্র

আরও পড়ুন:


আবারও বাড়ল লকডাউন

জানানো হলো দোকানপাট খোলার তারিখ

টিকা নেওয়া ছাড়া কেউ অফিস-দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবে না


রাজশাহীতে টিকা দিতে কেন্দ্র করা হচ্ছে ১২৬টি। ইউনিয়ন পর্যায়ের প্রতিটি কেন্দ্রে থাকবে ৩টি করে বুথ। সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও প্রস্তুত আছে স্থায়ী ১৩ টিকাদান কেন্দ্র।

রুটিন ইপিআই কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য স্থান ও দিনক্ষণ নির্ধারণ করবে স্থানীয় করোনা ব্যবস্থাপনা কমিটি। চাপ সামলাতে সহায়তায় থাকবে স্থানীয় প্রশাসন।

 টিকার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তবে বয়স্ক ও নারীদের অগ্রাধিকার দিতে নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্রগুলোতে।

news24bd.tv নাজিম