আফগানিস্তানে তুমুল লড়াইয়ে ৪০ বেসামরিক নিহত

আফগানিস্তানে তুমুল লড়াইয়ে ৪০ বেসামরিক নিহত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের অবরুদ্ধ শহরে তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহতে তীব্র লড়াই চলছে। জাতিসংঘ বলছে, গত ২৪ ঘণ্টায় লস্কর গাহতে কমপক্ষে ৪০ বেসামরিক নিহত হয়েছেন।

আফগান সেনাবাহিনীর ২১৫ মাইওয়ান্দের কমান্ডার জেনারেল সামি সাদাত ওই এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব বাড়ি-ঘর ছাড়ার আহ্বান জানিয়েছেন।

২ লাখ মানুষের এই শহরের বাসিন্দাদের উদ্দেশে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, দয়া করে যত দ্রুত সম্ভব বাড়ি-ঘর ছাড়ুন, যাতে আমরা অভিযান শুরু করতে পারি।

জেনারেল সামি সাদাত বলেছেন, আমি জানি নিজেদের বাড়ি-ঘর ছাড়া আপনাদের জন্য অত্যন্ত কষ্টকর। এটা আমাদের জন্যও কঠিন। আপনি যদি কয়েকদিনের জন্য বাস্ত্যুচুত হন, তাহলে দয়া করে আমাদের ক্ষমা করুন।

তালেবানরা যেখানেই থাকুক না কেন, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করবো। আমরা তাদের বিরুদ্ধে লড়বো। আমরা তালেবানের একজন যোদ্ধাকেও জীবিত রাখবো না।

আরও পড়ুন:


১১ তারিখ থেকে যানবাহন চলবে যে নিয়মে

৭, ৮, ৯ আগস্ট ভ্যাকসিন নেওয়ার সুযোগ দিচ্ছি: মোজাম্মেল হক

১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া ঘোরাফেরা করলে শাস্তি


news24bd.tv তৌহিদ