কর্মজীবী সব মানুষের টিকা পাওয়া নিশ্চিত করতে হবে

শওগাত আলী সাগর

কর্মজীবী সব মানুষের টিকা পাওয়া নিশ্চিত করতে হবে

Other

ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কথাবার্তা হচ্ছে। বাংলাদেশি সেটি কার্যকরের ঘোষনা দিয়ে ফেলেছে। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকশেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের যে ব্রিফিং দিয়েছেন তাতে বলা হয়েছে, টিকা না নিয়ে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবেন না।

কর্মস্থলে আসার জন্য টিকা বাধ্যতামূলক (বিভিন্নদেশে এটিকে ভ্যাকসিন পাসপোর্ট হিসেবে উল্লেখ করা হচ্ছে।

) করা হলে কর্মজীবী সব মানুষের টিকা পাওয়া নিশ্চিত করতে হবে। টিকা পাওয়া নিশ্চিত করার আগে ‘ভ্যাকসিন পাসপোর্ট’ চালুর ঘোষনা বাস্তবসম্মত নয়।

ইউরোপ আমেরিকা আর বাংলাদেশের করোনা পরিস্থিতি এক নয়। কাজেই পশ্চিমাদের সিদ্ধান্ত পদক্ষেপ হুবহু অনুকরণ করার সুযোগ নাই।

নিজেদের পরিস্থিতি বিবেচনা

লেখাটি শওগাত আলী সাগর- এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/এমিজান্নাত