নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে মৃত যুবকের পকেটে ছুরি

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে মৃত যুবকের পকেটে ছুরি

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের চাষাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম সুমন ঢালী (৩০)।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল তিনটার দিকে সুমনকে ছুরিকাঘাত করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বোন সুবর্ণার জানায়, আমার ভাই নারায়ণগঞ্জ চাষাড়া এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন। আজ বিকেলে কে বা কারা যেন তাকে ছুরি মারে। পরে পথচারীরা উদ্ধার করে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখানে যাই।

অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে তিন ব্যাগ রক্ত দিই। তবুও ভাইকে বাঁচাতে পারিনি।

জরুরি বিভাগের চিকিৎসক জানান, ছুরিকাঘাতে সুমনের পাকস্থলী ছিদ্র হয়ে যায়। এ কারণেই তার মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, কে বা কারা যেন তাকে পেটে ছুরিকাঘাত করেছে।

চিকিৎসক জানান, তার প্যান্টের পকেটে একটি ছুরি পাওয়া গেছে।

আরও পড়ুন:


১১ তারিখ থেকে যানবাহন চলবে যে নিয়মে

৭, ৮, ৯ আগস্ট ভ্যাকসিন নেওয়ার সুযোগ দিচ্ছি: মোজাম্মেল হক

১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া ঘোরাফেরা করলে শাস্তি


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর