সাড়ে চার হাজার টাকা ভাড়ায় ফ্ল্যাট পেল বস্তিবাসী

সাড়ে চার হাজার টাকা ভাড়ায় ফ্ল্যাট পেল বস্তিবাসী

Other

এক জায়গা থেকেই সাধারণ মানুষ যেন সব ধরণের সরকারী সেবা পায় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে এ কথ বলেন তিনি। শেখ হাসিনা বলেন, নিম্ন আয়ের মানুষদেরও ভালো পরিবেশের আবাসন নিশ্চত করতে চায় সরকার।  

মুজিববর্ষ উপলক্ষ্যে মিরপুরের বস্তিবাসীদের জন্য ‍নির্মান করা হয়েছে ৫শ ৩৩ টি ফ্ল্যাট।

গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রথম দফায় এর ৩০০ টি তাদের হাতে হাতে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বস্তির ঝুপড়ি ঘরের সমান বা তার চেয়ে কম ভাড়ায় এসব আধুনিক ফ্ল্যাটে থাকতে পারবেন নিম্ন আয়ের মানুষেরা।

অনুষ্ঠানে সবার জন্য সরকারী সুবিধা নিশ্চত করার তাগিদ দেন সরকার প্রধান।
ভাড়া ভিত্তিক এসব ফ্ল্যাটের হস্তান্তর ছাড়াও সরকারী কর্মচারীদের জন্য রাজধানীর মতিঝিল, মিরপুর, আজিমপুর, মালিবাগ এবং তেজগায়ে আরো পাঁচটি আবাসন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/এমিজান্নাত