৪ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

৪ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

অনলাইন ডেস্ক

আজ বুধবার, ৪ আগস্ট ২০২১। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৬তম (অধিবর্ষে ২১৭তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৯ দিন বাকি রয়েছে।

এক নজরে দেখে নিন, ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:
১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
১৬৬৬ - নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মধ্যে সাগরে যুদ্ধ হয় ।
১৭০০ - তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।


১৭৭৬- সালের এই দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে।
       - জর্জ ওয়াশিংটন আমেরিকার জাতির পিতা বলে স্বীকৃত হন।
১৮২৭ - নিউ ইয়র্ক রাজ্যে দাস প্রথার বিলুপ্তি ঘটে।
১৮২৮ - উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
১৮২৯ - লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
১৮৪৮ - কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।
১৯১৪ - জার্মানি বেলজিয়াম দখল করে নেয়।
১৯১৪ - প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবী আবদুল্লাহ বিএল-এর বাসভবনে এর অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৬৭ - ভারতে নাগার্জুন সাগর বাঁধের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
১৯৭৮ - লাতিন আমেরিকার ৮টি দেশের আমাজান নদী সংক্রান্ত চুক্তি স্বাক্ষর।
১৯৮২ - ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করে।
১৯৮৭  -প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।
২০০০ - ব্রিটিশ রানিমাতা এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন।
২০১১ - থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
২০১৬ - প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ঔষধ রপ্তানি শুরু করে বেক্সিমকো ফার্মা।
২০১৯ - যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২২ জন নিহত হয়।

জন্ম:
১৭৯২ - পার্সি বিশি শেলি, ইংরেজ কবি। (মৃ. ১৮২২)
১৮৫৯ - ক্যুট হামসুন, নোবেলজয়ী নরওয়েজীয় কথাশিল্পী।
১৯২৯ - কিশোর কুমার, বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক এবং নায়ক। (মৃ. ১৯৮৭)
১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি নেতা।
১৯৪৭ - আবুল হাসান, বাংলাদেশী আধুনিক কবি। (মৃ. ১৯৭৫)
১৯৬১ - বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনীতিবিদ।
১৯৬৫ - ফ্রেদ্রিক রাইনফেল্‌ৎ, সুইডেনের প্রধানমন্ত্রী।
১৯৬৭ - আরবাজ খান, ভারতীয় অভিনেতা, পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক।

আরও পড়ুন


গুনাহ হয়ে গেলে যে দোয়া পড়বেন

যে দুটি খারাপ অভ্যাস ত্যাগের বিনিময়ে জান্নাত

৭৩টি ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

মৃত্যু:
১০৬০ - ফ্রান্সের রাজা প্রথম হেনরি।
১৮৭৫ - হান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন, ডেনীয় লেখক এবং কবি। (জ. ১৮০৫)
১৯১৯ - ডেভ গ্রিগরি, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৪৫)
১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
২০০৩ - ফ্রেড্রিখ চ্যাপম্যান রবিন্‌স, মার্কিন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী। (জ. ১৯১৬)
২০২০ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি কবি,কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক। (জ.২৫/০৪/১৯৩৮)

news24bd.tv রিমু

 

এই রকম আরও টপিক