করতালি দিয়ে মাঠেই টাইগারদের অভিনন্দন জানালো অস্ট্রেলিয়া

করতালি দিয়ে মাঠেই টাইগারদের অভিনন্দন জানালো অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে পরাক্রমাশীল দল অস্ট্রেলিয়াকে নাস্তানুবাদ করে ছেড়েছে টাইগাররা। নাসুম-সাকিব-মুস্তাফিজদের বোলিং তোপে পড়ে ১০৮ রানে অলআউট হয় সফরকারীরা। অর্থ্যাৎ ২৩ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

গতকাল সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:


আবারও বাড়ল লকডাউন

জানানো হলো দোকানপাট খোলার তারিখ

টিকা নেওয়া ছাড়া কেউ অফিস-দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারবে না


টাইগারদের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে সফরকারীদের চোখ কপালে উঠলেও অভিনন্দন জানাত ভুল করেনি তারা। খেলা শেষে একটি দৃশ্য নজর কেড়েছে সবার। জয় নিয়ে বাংলাদেশ দল যখন ড্রেসিংরুমে ফিরছিল ঠিক তখন বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে ছুটে আসেন অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের সদস্যরা।

কোচ, স্টাফ সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানায় টিম বাংলাদেশকে।  

খেলা শেষ হওয়ার পরপরই ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেটিকে অনেকেই দেখছেন টিম স্পিরিট হিসেবে। এই ছবিই যেন বলে দিচ্ছে সম্মান অর্জন কিভাবে করতে হয়।

এর আগে দুই দল এই ফরম্যাটে ৪ বার মুখোমুখি হলেও প্রতিটি ম্যাচ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। অর্থাৎ পঞ্চমবারের দেখায় অজিদের হারালো বাংলাদেশ।

news24bd.tv নাজিম