কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়িপেটার ঘটনায় মামলা দায়ের

কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়িপেটার ঘটনায় মামলা দায়ের

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় প্রকাশ্যে শহিদুর রহমান নামে এক ঠিকাদারকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন ওই ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু।

এ ঘটনায় গতকাল তিনজনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাতিয়া গ্রামের মোকাদ্দেস হোসেন, শহরের চৌড়হাসের আমিরুল ইসলাম বেল্টু ও পূর্ব মজমপুরের জহুরুল ইসলাম।

 

এছাড়াও বরকত নামের আরও একজনকে আসামি করা হয়েছে।  

পরে আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া সদর আমলি আদালতে উপস্থাপন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন


গুনাহ হয়ে গেলে যে দোয়া পড়বেন

যে দুটি খারাপ অভ্যাস ত্যাগের বিনিময়ে জান্নাত

আজ যাদের জন্মদিন

জানা গেছে, এক আওয়ামী লীগ নেতার ইন্ধনে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ভয়ে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি কিংবা থানায় অভিযোগ করতে সাহস পাননি হামলার শিকার ওই ঠিকাদার।

প্রথমে মামলা করতে অনাগ্রহ থাকলেও র‌্যাব অভয় দেওয়ায় মামলা করতে রাজি হয়েছেন ঠিকাদার শহিদুর রহমান।

news24bd.tv রিমু