আবারও হাসপাতালে বুদ্ধদেব গুহ

আবারও হাসপাতালে বুদ্ধদেব গুহ

অনলাইন ডেস্ক

আবারও হাসপাতালে ভর্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ। জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই রোববার সন্ধ্যায় হাতপাতালে নেওয়া হয় তাকে।   মঙ্গলবার সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।  

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব গুহর মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে।

চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধিদল আপাতত হাসপাতালে তার দেখাশোনা করছে। করোনা পরীক্ষা হয়েছে ইতিমধ্যে। যদিও তার ফল এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন:


করতালি দিয়ে মাঠেই টাইগারদের অভিনন্দন জানালো অস্ট্রেলিয়া

মমেক করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

যে দুটি খারাপ অভ্যাস ত্যাগের বিনিময়ে জান্নাত

৪ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে


গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হন ৮৫ বছর বয়সী বুদ্ধদেব গুহ।

এক মাসের বেশি তাকে লড়াই করতে হয়েছিল হাসপাতালের বেডে। আক্রান্ত হয়েছিলেন তাঁর মেয়ে এবং ড্রাইভার। বালিগঞ্জ ফাঁড়ির কাছে সানি টাওয়ারের ফ্ল্যাটে ফিরে তিনি নিজেই জানিয়েছিলেন, এখনই আমি ফুরবো না।

news24bd.tv নাজিম