ভারতের এলপিইউ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু কর্নার

ছবি: সংগৃহীত

ভারতের এলপিইউ বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু কর্নার

অনলাইন ডেস্ক

ভারতের পাঞ্জাবের অন্যতম লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে।  

সম্প্রতি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অশোক মিত্তলের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি অনুযায়ী ধীরে ধীরে বঙ্গবন্ধু কর্নারকে একটি কেন্দ্রে রূপান্তরিত করা হবে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর একটি পূর্ণাঙ্গ প্রতিকৃতি এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের বই ছাড়াও থাকবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের ডায়রির কপি। এছাড়া বঙ্গবন্ধু ও বাংলাদেশের তথ্য আদান-প্রদানের জন্য অডিও-ভিজুয়াল ইন্টারফেস থাকবে।

আরও পড়ুন


ওমান সাগরের ধারাবাহিক ঘটনাগুলো সন্দেহজনক: ইরান

যে দুটি খারাপ অভ্যাস ত্যাগের বিনিময়ে জান্নাত

কুষ্টিয়ায় প্রকাশ্যে ঠিকাদারকে হাতুড়িপেটার ঘটনায় মামলা দায়ের

বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠিত হলে এটি ভারত ও বিদেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম ও দর্শন সম্পর্কে জানার একটি জ্ঞানের মঞ্চ হয়ে উঠবে।

news24bd.tv রিমু