পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণ-মধ্যাঞ্চলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার (৩ আগস্ট) দেশটির সেগু অঞ্চলের মহাসড়কে বেপরোয়া গতিতে চলা একটি যাত্রীবাহী বাসের টায়ার পাঙচার হলে, এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আরও পড়ুন:
করতালি দিয়ে মাঠেই টাইগারদের অভিনন্দন জানালো অস্ট্রেলিয়া
মমেক করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু
যে দুটি খারাপ অভ্যাস ত্যাগের বিনিময়ে জান্নাত
৪ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে
এ সময় বিপরীত দিক দিয়ে আসা পণ্য বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ। দুর্ঘটনার পর বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
news24bd.tv নাজিম